Logo

রাকসু নির্বাচন: ১৫-১৬ অক্টোবর বন্ধ থাকবে রাবির ক্লাস-পরীক্ষা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৫, ১৩:৩৫
13Shares
রাকসু নির্বাচন: ১৫-১৬ অক্টোবর বন্ধ থাকবে রাবির ক্লাস-পরীক্ষা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দীন খান। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অনেকেই আশা করছেন, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুজ্জীবিত করবে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে নতুন অধ্যায় সূচনা করবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ৯০২ জন। আর ভোটার রয়েছেন ২৮ হাজার ৯০১ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে। ভোট চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রাকসুর ইতিহাসে এটি সবচেয়ে প্রতীক্ষিত নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে আবারও ছাত্র রাজনীতির ইতিবাচক চর্চা ফিরে আসবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD