Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বই উপহার দিল ছাত্রদল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৪ অক্টোবর, ২০২৫, ১৭:৫৪
6Shares
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বই উপহার দিল ছাত্রদল
ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন লেখকের সময়োপযোগী কয়েকসেট বই উপহার দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে ও অন্যান্য নেতাকর্মীদের উপস্থিততে কেন্দ্রীয় গ্রন্থাগারের তত্ত্বাবধায়কদের হাতে এ উপহার প্রেরণ করেন তারা।

কমল তারুণ্যের স্বপ্ন নামে ছাত্রদলের বিশেষ একটি সংগঠনের উদ্যোগে এ উপহার দেওয়া হয় যা গ্রন্থাগারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে জানান শিক্ষার্থীরা।

গ্রন্থাগারে অধ্যয়নরত বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, “চাকরি পরীক্ষার জন্য ভালো বই সংগ্রহ করা অনেক সময় ব্যয়বহুল হয়। ছাত্রদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়—এতে আমরা গ্রন্থাগার থেকেই সহজে বই পড়ার সুযোগ পাব।”

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুধু রাজনৈতিক নয় একইসঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যার ফলশ্রুতিতে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনানুসারে আজ সামান্য উপহার নিয়ে এসেছি।তবে আমাদের কাজ এখানেই শিষ নয় বরং সার্বিক বিষয়ে আমরা খোঁজ রাখার চেষ্টা করব, আমাদের শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধায় পড়তে না হয়। আমরা চাইবো আমাদের শিক্ষার্থীরা একসময় দেশের সীমানা পেরিয়ে সারাবিশ্বকে ডমিনেট করবে।

এছাড়াও উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, ইয়াছির আরাফাত, রায়হান আহমেদ অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান, আহবায়ক সদস্য- রাহাত হাসান, মাসফিকুল হাসান রাইন, মনিরুজ্জামান মনির, মো: মিঠু আলী,সৌরভ আহমেদ, আশরাফুল ইসলাম, আরিফুজ্জামান টিংকু, আবু হুরাইরা মুবাস্সির, আব্দুল মালেক, শাহরুল ইসলাম, সাদী হাসান, আজহারুল ইসলাম, সাজিদ শিজু, কৃষ্ণ ও মো. শাহরিয়ার রহমান আবিরসহ আরও অনেকেই এই কার্যক্রমের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রমাণ করেছে, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়—শিক্ষার্থীদের জ্ঞান ও ভবিষ্যৎ গঠনে অবদান রাখাও তাদের অন্যতম অঙ্গীকার।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD