Logo

রাবিতে ভোটের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস, ব্যতিক্রম শুধু চারুকলা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
রাজশাহী
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:২৩
11Shares
রাবিতে ভোটের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস, ব্যতিক্রম শুধু চারুকলা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। ছাত্র-ছাত্রী, প্রার্থী ও সমর্থক সবাই নির্বাচনী উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তবে এই নির্বাচনী আমেজের বাইরে রয়েছে চারুকলা অনুষদ, যেখানে শিক্ষার্থীরা এখনো সৃজনশীল কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে চলছে প্রচারণার শেষ মুহূর্তের তৎপরতা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি রাস্তা ও হলের দেয়াল। প্রার্থীরা দৌড়াচ্ছেন ভোটারদের কাছে, হচ্ছে কৌশল নির্ধারণ, সভা-সমাবেশ আর দলীয় মিটিং। শিক্ষার্থীরাও নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে ব্যস্ত আলোচনায়।

তবে এই সব কোলাহল থেকে ভিন্ন চিত্র চারুকলা অনুষদে। ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা এদিনও তাদের সৃজনশীল কাজে নিমগ্ন ছিলেন। কেউ কাঠ ও বাড়াইল দিয়ে গাছের ভাস্কর্য তৈরি করছেন, কেউ পাথর কেটে নতুন শিল্পকর্ম গড়ে তুলছেন। কেউবা তুলির আঁচড়ে ভাস্কর্যে রঙের ছোঁয়া দিচ্ছেন।

বিজ্ঞাপন

ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী কল্যাণী রানী (২০২৩–২৪ সেশন) বলেন, “নির্বাচন তো আগামীকাল, কিন্তু আমাদের কাজেরও সময়সীমা আছে। আজ বসে থাকলে হবে না। ভোট দেব, তবে আজকের দিনটা কাজে লাগাতেই হবে।”

চারুকলা প্রাঙ্গণজুড়ে এখন নানা ভাস্কর্যে সেজে উঠেছে। গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি, কৃষকের প্রতিকৃতি, আর আধুনিক রূপক সবই স্থান পেয়েছে শিক্ষার্থীদের সৃজনশীলতায়।

বিজ্ঞাপন

রাকসুর এবারের নির্বাচনে ২৩টি পদে প্রার্থী হয়েছেন ২৪৭ জন, আর বিশ্ববিদ্যালয় সিনেটের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। ১৭টি হল সংসদে মোট প্রার্থী সংখ্যা ৫৯৭। এ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন।

প্রায় চার দশক পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ফলে শিক্ষার্থী ও প্রশাসন উভয়েই আশা করছেন, এ নির্বাচন ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD