রাকসু নির্বাচন ঘিরে জামায়াত-বিএনপিসহ উৎসুক জনতার ভিড়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়, বিশেষ করে স্টেশন বাজারে, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন:
রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব প্লাবন বলেন, ‘আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। আমাদের মধ্যে রাজশাহী জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আমরা আমাদের প্যানেলের পক্ষে অবস্থান করছি। নির্বাচনের বিভিন্ন খবর ও আলোচনা শুনে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যেহেতু আমরা বহিরাগত, তাই ক্যাম্পাসের বাইরে থেকেই অবস্থান করছি।
বিজ্ঞাপন
অন্যদিকে জামায়াত নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমরা উৎসুক জনতা হিসেবে এখানে অবস্থান করছি। আমাদের বাসা পাশেই হওয়ায় আমরা কাছ থেকে এই নির্বাচনী উৎসব দেখছি। অনেকেই আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাই ফলাফলের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৭ টি কেন্দ্রে রাকসু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা চলছে।