বাউবিতে আইসিটি নির্ভর নিরাপদ পরীক্ষা ব্যবস্থার উদ্যোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পরীক্ষা ব্যবস্থাকে স্বয়ংক্রিয় ও নিরাপদ করতে আইসিটি-ভিত্তিক আধুনিক ব্যবস্থা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত ICT Implementation Monitoring Committee (IIMC)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয় গত ৯ নভেম্বর গাজীপুর ক্যাম্পাসে।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা আনতে আইসিটি নির্ভর পদ্ধতি সময়ের দাবি।’
সভায় জানানো হয়, পরীক্ষার্থীদের ছবিসহ প্রবেশপত্র ও হাজিরা শিট সরবরাহ ইতোমধ্যে বিএ ও বিএসএস পরীক্ষা ২০২৪ থেকে চালু হয়েছে। পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত ও যাচাই করতে Examination Management System (EMS) উন্নয়নের কাজ চলছে।
বিজ্ঞাপন
ডাটা নিরাপত্তায় Role-based Access Control ও Encryption-enabled Security Policy বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে পরীক্ষা কার্যক্রমে দক্ষতা আনতে আইসিটি ইমপ্লিমেন্টেশন টিম, সাপোর্ট সেল ও কল সেন্টার গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এবং আইসিটি কনসালট্যান্ট মো: মুমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।








