১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাবি বই মেলা

প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হচ্ছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫’।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন ভবনের পশ্চিম চত্বরে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আট দিনব্যাপী এ বইমেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বইমেলার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫’-এর নীতিমালা ও প্রাসঙ্গিক তথ্যেও মেলার সময়সূচি, অংশগ্রহণের যোগ্যতা, স্টল বরাদ্দ পদ্ধতি ও আর্থিক দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
নীতিমালায় জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা-২০২৫ আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মমতাজউদ্দিন ভবনের পশ্চিম চত্বরে অনুষ্ঠিত হবে। প্রথম দিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং পরবর্তী দিনগুলো সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের প্রকাশন-বিপণন প্রতিষ্ঠান এবং ক্যাম্পাসের অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো মেলায় অংশ নিতে পারবে।
বিজ্ঞাপন
প্রতি ইউনিট স্টলের মাপ ১০’×৮’, সর্বোচ্চ তিন ইউনিট পর্যন্ত বরাদ্দ দেওয়া হবে। স্টল বরাদ্দের আবেদনপত্র ৩০ নভেম্বরের মধ্যে জনসংযোগ দপ্তরে জমা দিতে হবে এবং প্রয়োজন হলে লটারির মাধ্যমে ৩ ডিসেম্বরের মধ্যে বরাদ্দ ঘোষণা করা হবে। প্রতি ইউনিট স্টলের জন্য অফেরতযোগ্য ২,০০০ টাকা অগ্রণী ব্যাংক, রাবি শাখার ‘রাবি আবর্তক তহবিল’-এ জমা দিতে হবে।
অংশগ্রহণকারীদের স্টলে বই ছাড়া অন্য কোনো পণ্য প্রদর্শন নিষিদ্ধ থাকবে, আর নোট বা গাইড বই বিক্রিও সম্পূর্ণ নিষিদ্ধ। মেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা জারি করার ক্ষমতা সংরক্ষণ করেছে।
বিজ্ঞাপন
মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রকাশনী, গ্রন্থবিপণনকারী ও অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের নিকট থেকে আবেদন আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছক অনুসারে নিজেদের প্রতিষ্ঠানের লেটারহেডে আবেদন করতে হবে।
আবেদনপত্রে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মালিক বা ব্যবস্থাপকের নাম, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর, প্রতিষ্ঠানের ধরণ (প্রকাশক/প্রকাশনীর আউটলেট/বিপণনকারী/সামাজিক/সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং চাহিদাকৃত স্টলের সংখ্যা উল্লেখ করতে হবে।
বইমেলা সংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ University of Rajshahi থেকে জানা যাবে।








