ঢাবিতে ফটকে তালা দেওয়ার ঘটনায় ৫ প্রহরী বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থাপনার ফটকে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে থাকা অবস্থায় পাঁচ নিরাপত্তা প্রহরী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। ওই সময়ে প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম পরিদর্শনে গিয়ে তাদের কাজে অবহেলার প্রমাণ পায়।
বিজ্ঞাপন
বরখাস্তকৃত প্রহরীরা হলেন- মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান) এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেইট)।
আরও পড়ুন: ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাবি বই মেলা
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটির পেছনের কারণ উদঘাটনে আরও তদন্ত চলছে।
বিজ্ঞাপন
ঢাবি সূত্রে জানা গেছে, ফটকে তালা দেওয়ার এই ঘটনাকে প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ভবিষ্যতে যেন এ ধরনের দায়িত্বহীনতা আর না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।








