‘আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই’ চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক সুমন (২০২১-২২ শিক্ষাবর্ষ) আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার মামার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসার সিলিং ফ্যানের হুক থেকে সুমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুটি মর্মস্পর্শী চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন মামার বাসায় বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। দুই দিন আগে মামার পরিবার তুরস্কে বেড়াতে যায়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বড় ভাই কাজে বের হলে সুমন বাসায় একাই ছিলেন। বিকেল ৪টার দিকে তিনি বড় ভাইকে ফোন করে জানতে চান, কখন ফিরবেন। বড় ভাই জানান, ফিরতে দেরি হবে। এরপর থেকে সুমনের ফোন আর রিসিভ হয়নি।
সুমনের মা বারবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে বড় ভাইকে দারোয়ান দিয়ে বাসা চেক করতে বলেন। কলিংবেলে কোনো সাড়া না পেয়ে বড় ভাই দ্রুত বাসায় ফিরে দরজা খুলে দেখেন সুমন ফাঁসিতে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ এসে দড়ি কেটে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চবিতে মদ তৈরির গোপন কারখানা, আটক ২
উদ্ধার হওয়া দুটি চিরকুটে সুমনের মানসিক অবস্থার ক্ষীণ ইঙ্গিত পাওয়া যায়। একটিতে তিনি লিখেছেন, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’
অন্য চিরকুটে তিনি লেখেন, ‘আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভালো হবে।’
বিজ্ঞাপন
খুলশী থানার ওসি শাহীনুর জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে সব দিক বিবেচনায় তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।








