Logo

চাকসুর উদ্যোগে চবিতে ক্লিন ক্যাম্পাস ডে পালন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৫
27Shares
চাকসুর উদ্যোগে চবিতে ক্লিন ক্যাম্পাস ডে পালন
ক্যাম্পাস প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে My Campus, My Responsibility প্রতিপাদ্যে Clean Campus Day with CUCSU কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চবি শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, ‘পরিচ্ছন্নতার ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন দৃশ্যমান। যেখানে ময়লার স্তূপ ছিল, এখন সেখানে পরিচ্ছন্নতা। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস আরও সুন্দর হয়ে উঠেছে। এই পরিবেশ রক্ষা করা শুধু প্রশাসনের নয়, সবার দায়িত্ব। পরিচ্ছন্নতার এই ধারা চলমান থাকলে আমরা একটি আদর্শ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারবো।’ তিনি শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেমন শ্রেণিকক্ষনির্ভর, তেমনি পরিবেশ ও সংস্কৃতির ওপরও শিখন নির্ভর করে। একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তাভাবনা গঠনে ভূমিকা রাখে।’

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে নান্দনিক ক্যাম্পাসগুলোর একটি। এই সৌন্দর্য ধরে রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ, স্বাস্থ্য ও দায়িত্ববোধ বাড়ায়। এ ধরনের কর্মসূচি বারবার হওয়া উচিত, যাতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে ওঠে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। আরও বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান।

বক্তারা বলেন, শুধু দিবস পালন নয়, বরং প্রতিদিনই সচেতনতা তৈরি করতে হবে যাতে ক্যাম্পাসে কেউ ময়লা না ফেলে এবং নিজ নিজ জায়গায় দায়বদ্ধতা অনুভব করে।

বিজ্ঞাপন

চাকসুর আয়োজনে পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, চাকসুর নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসের পরিবেশবান্ধব সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকদের তথ্য অনুসারে, ক্যাম্পাসের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

স্থানগুলো হলো: চবি রেলস্টেশন, নতুন কলা অনুষদ, পুরাতন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার প্রাঙ্গণ, বুদ্ধিজীবী চত্ত্বর, ছাত্রী হলসমূহ, বোটানিক্যাল গার্ডেন, গোল চত্বর, ছাত্র হলসমূহ এবং চাকসু ভবনের আশপাশ এলাকা।

বিজ্ঞাপন

এ অভিযানে সহযোগিতা করে ক্যাম্পাসের ৬টি পরিবেশবাদী ও শিক্ষার্থী সংগঠন

চবি গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, চবি ক্যারিয়ার ক্লাব, কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, Reduce–Reuse–Recycle (3R) এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ফেডারেশন।

দিনব্যাপী পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পরিচ্ছন্ন ক্যাম্পাস শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও শিক্ষায় মনোযোগ বৃদ্ধির জন্য জরুরি। তারা চান, এই কর্মসূচি প্রতিমাসে অথবা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি করা হোক।

বিজ্ঞাপন

কর্মসূচির শেষাংশে আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের উদ্যোগ নয় বরং একটি সচেতনতার যাত্রা,এবং এই যাত্রায় প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, চবি শিগগিরই দেশের সবচেয়ে পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদাহরণ হয়ে উঠবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD