Logo

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১১ ডিসেম্বর, ২০২৫, ২৪:০৩
5Shares
তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টা ৩০মিনিটের দিকে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলের খুনিরা আমার ভাইকে খুন করেছে। আমরা আাশা করেছিলাম ৫ আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাঁদাবাজির রাজনীতি চালু করেছে।”

বিজ্ঞাপন

ইয়ামিন সাদাত নামে একই বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, “মাদক সেবনকে কেন্দ্র করে একজনকে খুনের শিকার হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।”

শিক্ষার্থী রিফাত বলেন, “ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে খুন হতে হলো। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে। আমরা চাই না ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এইরকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।”

বিজ্ঞাপন

আজ (বুধবার) তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD