Logo

ফের রাজপথে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ জানুয়ারি, ২০২৬, ২১:৩১
ফের রাজপথে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার (১৪ জানুয়ারি) তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তাদের ঘোষিত তিনটি অবরোধ স্থল হলো- সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজার মোড়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষার্থীরা এ তথ্য গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১১টায় এই তিনটি পয়েন্টে অবরোধ কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদিত হওয়া উচিত এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত খসড়া আইন গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়। এরপর ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে মন্ত্রণালয়কে দাবির প্রতিশ্রুতি দেওয়ায় আশ্বস্ত করেছিল।

শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে উপদেষ্টা পরিষদের সভা ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তাই ওই সভায় চূড়ান্ত অনুমোদনের দাবিতে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদি ওই সভার মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, তবে যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD