ইবিতে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার শীত উপহার বিতরণ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শিশুদের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সকাল দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠিত ‘শীতের উষ্ণ উপহার -২০২৬’ নামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। শাখার পরিচালক আহনাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
এসময় পরিচালক আহনাফুজ্জামান বলেন, ১৯৭৪ সালে ২৮ শে সেপ্টেম্বর জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠা লাভ করে। ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠা লগ্ন থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য এবং শিশু বিকাশ কার্যক্রমের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
তারই ধারাবাহিকতায় আজকে আমাদের একটা কার্যক্রম সেটা হলো অসহায় এবং দুস্থ শিশুদের মাঝে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে সহযোগিতা করা। এটা আমরা তাদেরকে কোনো শীতের কোনো বিতরণ না বরং আপনারা দেখতে পাচ্ছেন তাদের জন্য শীতের একটা উপহার আমরা এটা নিয়ে আসছি আপনাদের জন্য একটা উপহার হিসেবে।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ফুলকুঁড়ি আসর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সাধারণ ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য, তাদেরকে আদর্শ ছাত্র হিসেবে তৈরি করার জন্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আশপাশের অনেকগুলো প্রতিষ্ঠানের সোনামণিদের নিয়ে তারা কাজ করে। তাদের নিয়মিত যে কার্যক্রমগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। তারই অংশ হিসেবে আজকের এ শীত উপহার সামগ্রী বিতরণ।
বিজ্ঞাপন







