Logo

উত্তেজনার জেরে ইউএপিতে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস বন্ধ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২০ জানুয়ারি, ২০২৬, ১৩:৪৭
উত্তেজনার জেরে ইউএপিতে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক ক্লাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে শিক্ষাক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সমস্যা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে ইউএপি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।

একই সঙ্গে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও ক্যাম্পাসে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে প্রকাশ্যে অপমান করা হয়েছে। তাদের দাবি, বৈষম্যমূলক আচরণ, ইসলামী বিধান নিয়ে কটূক্তি, মানসিক চাপ সৃষ্টি, নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ প্রয়োগ এবং পরীক্ষায় পক্ষপাতদুষ্ট গ্রেডিংয়ের মতো ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের পক্ষে ভিডিও প্রমাণ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান শিক্ষার্থীরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD