Logo

মালয়েশিয়া যেতে না পারায় শ্রমিকদের কাওরান বাজারে সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪
20Shares
মালয়েশিয়া যেতে না পারায় শ্রমিকদের কাওরান বাজারে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে আবারও সড়ক অবরোধ করেছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ ও মহাসমাবেশ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মো. কাওসার ব‌লেন, আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখ‌নো যে‌তে পা‌রি‌নি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার ম‌ধ্যে বে‌শির ভাগ ঋণ।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

শ্রমিকরা এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন—

বিজ্ঞাপন

১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাওয়া যায়নি, তাদের দ্রুত পাঠানোর ব্যবস্থা করতে হবে।

২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. অবিলম্বে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিত স্মারকলিপি দিতে হবে।

বিজ্ঞাপন

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে সেই স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে।

৫. নির্ধারিত সময়সীমার মধ্যে পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

অবরোধ চলাকালে সড়কজুড়ে কর্মীদের অবস্থান ও শ্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD