ঢাকায় ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিতে: ডিএমপি কমিশনার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের মধ্যে ৮৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, "আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কেউ যদি দুষ্টুমি করতে চায়, সম্মিলিতভাবে তা মোকাবিলা করা হবে এবং আইনের আওতায় আনা হবে।"
আরও পড়ুন: হাজী সেলিমের ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী
বিজ্ঞাপন
তিনি জানান, পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে মণ্ডপগুলোকে চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকির মাত্রা অনুযায়ী সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিয়মিত টহল, চেকপোস্টের বাইরে আরও প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসর্জনের দিন অতিরিক্ত ২ হাজার ৪০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার আরও বলেন, "দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য থাকবে। জরুরি পরিস্থিতি সামাল দিতে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সবসময় প্রস্তুত থাকবে।"
তিনি জানান, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশ সার্বক্ষণিক নজরদারি চালাবে। এছাড়া ভক্তরা রাতে মন্দির ছেড়ে যাওয়ার পর অন্তত দুইজন স্বেচ্ছাসেবক ভোর পর্যন্ত নিরাপত্তায় থাকতে হবে বলেও নির্দেশ দেন তিনি।








