Logo

সাবেক দুই এমপিসহ নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫২
43Shares
সাবেক দুই এমপিসহ নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সন্ত্রাস দমন আইনের আওতায় পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।

বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD