হাজি সেলিমের বাড়িতে গোপন কক্ষে মিলল বিলাসবহুল ৬ গাড়ি

ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বাড়িতে বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অভিযানে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে একে একে উদ্ধার করা হয় ছয়টি বিলাসবহুল গাড়ি।
অভিযান সূত্র জানায়, ভবনের নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে তৈরি করা একটি গোপন রুম থেকে এসব গাড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া গাড়ির মধ্যে রয়েছে দুটি বিএমডব্লিউ (একটি সাদা ও একটি লাল), একটি কালো নিশান পেট্রোল, একটি সাদা প্রোটন, একটি সাদা টয়োটা আইএসটি এবং একটি লাল টয়োটা রাস জিপ। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও পাওয়া গেছে।
বিজ্ঞাপন
অভিযানের সময় গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার। কেন গাড়িগুলো আলাদা কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল, সে সম্পর্কেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এ কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আজিমপুর আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে। অভিযান শেষে গাড়িগুলো জব্দ করা হয়।
লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানান, যৌথ বাহিনী তাদের অভিযান সম্পর্কে পুলিশকে অবহিত করেছে। তবে সেখানে পুলিশের সদস্যরা অংশ নেয়নি; একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
বিজ্ঞাপন
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া গাড়িগুলো সম্ভবত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজি সেলিম ব্যবহার করতেন। তবে প্রকৃত মালিকানা যাচাই চলছে। শিগগিরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।