Logo

শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষীর জবানবন্দি আজ, সম্প্রচার হবে সরাসরি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯
35Shares
শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষীর জবানবন্দি আজ, সম্প্রচার হবে সরাসরি
শেখ হাসিনা | ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ আজ (রবিবার, ২৮ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। মামলার মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীর ট্রাইব্যুনালে হাজির হয়ে ৫৪তম তথা শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত কর্মকর্তার জবানবন্দির পাশাপাশি মামলার সঙ্গে জড়িত কিছু ভিডিও প্রমাণও আদালতে প্রদর্শন করা হবে। এসব কার্যক্রম বেলা সাড়ে ১১টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন এবং পরে তাকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তদন্তের সময় তিনি শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ, তিনটি মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ডসহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করেন। পাশাপাশি পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডিও জমা দেন।

এরও আগে ২৩ সেপ্টেম্বর জব্দ তালিকার তিনজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। তাদের মধ্যে দুজন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি বিভাগের কর্মকর্তা ছিলেন। এর আগে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীও সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানিয়েছে, সাক্ষ্যগ্রহণ শেষ হলেই যুক্তিতর্ক শুরু হবে, এরপর রায় ঘোষণা করা হবে। মামলার সাক্ষ্য প্রমাণে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিস্তারিত উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এসব ঘটনায় শেখ হাসিনা, কামাল ও অন্যদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশনের আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সংখ্যা পাঁচটি। মামলার পূর্ণাঙ্গ অভিযোগপত্রের পৃষ্ঠা ৮ হাজার ৭৪৭টি। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ চার হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠা। এ মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে মোট ৮১ জনকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD