Logo

বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১২:৪১
21Shares
বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে ঘটে গেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। শম্পা জুয়েলার্স নামের দোকানটি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ ও সিআইডির একটি দল।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, “রাতের কোনো এক সময়ে দোকানের শাটারের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। দোকানমালিকের দাবি অনুযায়ী প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা বিষয়টি যাচাই করছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “চুরির ঘটনায় মার্কেটের আশপাশ ও দোকানের ভেতরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটি পরিকল্পিত চুরি, এবং খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।”

এদিকে পুলিশের হাতে পাওয়া ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে দুজন ব্যক্তি বোরকা পরে ফরচুন শপিং মলে প্রবেশ করে। এরপর শম্পা জুয়েলার্সের শাটার কেটে তারা দোকানে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, “দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল, এর মধ্যে ৪০০ ভরি আমাদের নিজেদের এবং ১০০ ভরি ছিল বন্ধক রাখা। এছাড়া দোকানে রাখা ৪০ হাজার টাকাও নিয়ে গেছে চোরেরা।”

তিনি আরও জানান, “প্রতিদিনের মতো গতরাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ানের ফোনে জানতে পারি দোকানের তালা ভাঙা। এসে দেখি সব শেষ, একটাও জিনিস অবশিষ্ট নেই।”

ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির দল কাজ করছে, এবং তারা আশা করছে অল্প সময়ের মধ্যেই এই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা যাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD