Logo

সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও কোচ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ১৪:০৮
67Shares
সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও কোচ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
ছবি: প্রতিনিধি

সরিষাবাড়ীবাসী মঙ্গলবার (৪ নভেম্বর) রেল মহাপরিচালক মোঃ আফজাল হোসেন বরারবের কাছে তিনটি আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন এবং কোচ আধুনিকায়নের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান আসাদ স্মারকলিপি পেশ করেন। এতে বলা হয়েছে, ঢাকা থেকে সরিষাবাড়ী পর্যন্ত চলাচলকারী জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচি ও কোচ যাত্রীদের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়। বিশেষ করে যমুনা এক্সপ্রেস রাতের গভীরে সরিষাবাড়ী থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। এছাড়া অগ্নিবীণা এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস প্রায় একই সময়ে ঢাকা থেকে ছাড়ার কারণে যাত্রী চাপ সৃষ্টি হচ্ছে।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উপস্থাপন করা হয়েছে:

১. জামালপুর এক্সপ্রেস (৭৯৯-৮০০) আগের সময়সূচি অনুযায়ী টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুট ধরে সরিষাবাড়ী-জামালপুর পথে পুনর্বহাল করা।

বিজ্ঞাপন

২. অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) সকাল ৭টায় ঢাকা থেকে ছাড়া এবং তারাকান্দি থেকে (৭৩৬) দুপুর ২টায় ঢাকা পৌঁছানো।

৩. যমুনা এক্সপ্রেসের পুরানো কোচ পরিবর্তন করে আধুনিক ও আরামদায়ক কোচ সংযোজন।

আসাদুজ্জামান বলেন, “আমাদের দাবি লিখিতভাবে রেল মহাপরিচালকের কাছে পেশ করা হয়েছে। আশা করছি দ্রুত কার্যকর হবে। যদি আমাদের দাবি মানা না হয়, আমরা আন্দোলনের পথে যাব।”

বিজ্ঞাপন

স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন এবং ঢাবি শিক্ষার্থী আজিজুল হক রুদ্র।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD