জাতীয় ঈদগাহের সামনে ড্রাম ভর্তি টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম দুটি উদ্ধার করে। পরে খোলা হলে দেখা যায়, ভেতরে এক পুরুষের দেহের বিভিন্ন অংশ কেটে রাখা হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে জোড়া ককটেলসহ গ্রেফতার ১
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, মৃতদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল এবং ড্রামের মধ্যে চাল রাখা ছিল।
শাহাদাত হোসেন নামের একজন জানান, পুলিশ এসে ড্রাম খোলার নির্দেশ দিলে তিনি ড্রাম দুটি খুলে একজনের খণ্ডিত মরদেহ বের করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে হত্যাকাণ্ডের পর খুনিরা মরদেহটি এখানে রেখে গিয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
বিজ্ঞাপন
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনা রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।








