গোলাম কিবরিয়াকে গুলি করে পালানোর সময় রিকশা চালককেও গুলি

রাজধানীর পল্লবী ১২ নম্বর সেক্টরে যুবদল নেতাকে গুলি করে হত্যা করার পর হামলাকারীরা পালানোর সময় একটি অটোরিকশা চড়ায় এবং রিকশাচালককেও লক্ষ্য করে গুলি চালায়।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির সামনে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তিন-চারজন অস্ত্রধারী ছয়-সাত রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পরে হামলাকারীরা পালানোর জন্য অটোরিকশা থামিয়ে সেটিতে উঠে দ্রুত রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করেন। তবে রিকশাচালক আরিফুল (২২) দ্রুত গতি না বাড়ানোর কারণে তাদের লক্ষ্যবস্তু হয়ে যান। হামলাকারীরা তার পিঠের বাঁ পাশে গুলি চালিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আরিফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ডা. মো. ফারুক জানিয়েছেন, পল্লবী এলাকা থেকে গুলিবিদ্ধ রিকশাচালক হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে যুবদল নেতাকে হত্যা করে পালানোর সময় সাধারণ পথচারী ও রিকশাচালককেও বিপদে ফেলার ভয়ঙ্কর কৌশল অবলম্বন করেছে। পুলিশ ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের ধরার চেষ্টা করছে।








