Logo

অবৈধ ব্যানার-ফেস্টুন-পোস্টার নিয়ে ৭ দিনের আল্টিমেটাম দিল ডিএনসিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৭:৫৫
অবৈধ ব্যানার-ফেস্টুন-পোস্টার নিয়ে ৭ দিনের আল্টিমেটাম দিল ডিএনসিসি
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাজধানী এলাকায় অনুমতি ছাড়া স্থাপন করা সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী সাত দিনের মধ্যে অপসারণ করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে উচ্ছেদ, জরিমানা এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে। এছাড়া ভবনের ছাদ বা দেওয়ালেও কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি অবৈধভাবে বিজ্ঞাপন স্থাপন করেছেন।

বিজ্ঞাপন

ডিএনসিসি জানিয়েছে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো নগরীর সৌন্দর্য, সড়ক নিরাপত্তা এবং জনসাধারণের চলাচলে কোনও বাধা সৃষ্টি না হওয়া নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা নিজ উদ্যোগে এই অবৈধ ফেস্টুন, পোস্টার বা ব্যানার অপসারণ করবেন না, তাদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নগরবাসী এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের স্থাপিত অবৈধ বিজ্ঞাপন দ্রুত সরিয়ে নিতে সক্রিয়তার সাথে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ডিএনসিসি আশা করছে, সবার সহযোগিতায় ঢাকা শহরের সড়ক ও শহর সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD