Logo

ঘরে বসেই করা যাবে মেট্রোরেল কার্ড রিচার্জ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৩:৫১
44Shares
ঘরে বসেই করা যাবে মেট্রোরেল কার্ড রিচার্জ
মেট্রোরেল | ফাইল ছবি

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য নতুন সুবিধা চালু হতে যাচ্ছে। এবার থেকে যাত্রীরা ঘরে বসেই তাদের স্থায়ী মেট্রোরেল কার্ডে রিচার্জ করতে পারবেন। এই নতুন সেবার ফলে যাত্রীদের সময় ও শ্রম বাঁচবে, স্টেশনগুলোতে ভিড় কমবে এবং মেট্রোরেল ব্যবস্থার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

আগামী ২৫ নভেম্বর থেকে চালু হতে যাওয়া এই অনলাইন সেবার মাধ্যমে যাত্রীরা ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ছাড়াও বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে সহজেই তাদের কার্ডে টাকা যোগ করতে পারবেন।

সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়)-এর বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইট থেকে কার্ড রিচার্জের সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে আলাদা অ্যাপের মাধ্যমে আরও সহজভাবে এই সেবা গ্রহণের ব্যবস্থা করা হবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এই সেবার মাধ্যমে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। এতে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে। অনলাইনে রিচার্জের পর কার্ডটি স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’ (এভিএম)-এ স্পর্শ করলেই টাকা হালনাগাদ হবে। একবার স্পর্শের পর কার্ডের ব্যালান্স শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করার প্রয়োজন হবে না।

বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে— ডিএমটিসিএলের এমআরটি পাস এবং ডিটিসিএরের র‍্যাপিড পাস। নতুন অনলাইন রিচার্জ সেবায় উভয় কার্ডই রিচার্জ করা যাবে।

বিজ্ঞাপন

ডিটিসিএর তথ্য অনুযায়ী, প্রতিটি স্টেশনের দুটি জায়গায় এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনে মোট ৩২টি মেশিন থাকবে।

মেট্রোরেলের যাত্রী সুবিধা সম্প্রসারণে এই উদ্যোগকে বিশাল প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন। অনলাইনে রিচার্জ প্রক্রিয়া চালু হলে দৈনিক যাত্রীদের চলাচলের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD