চাঁদাবাজি ও দ্বন্দ্বে অচল কাপ্তান বাজার, মুরগি বেচাকেনা বন্ধ

রাজধানীর কাপ্তান বাজারে চাঁদাবাজি, ইজারা–সংক্রান্ত দ্বন্দ্ব ও দলাদলির জেরে টানা তিন দিন ধরে থমকে আছে মুরগির পাইকারি ব্যবসা। বাজারে সরবরাহ কমে যাওয়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে; হঠাৎ বেড়ে গেছে মুরগির দামও। দ্রুত সমাধান না মিললে রাজধানীব্যাপী মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্প্রতি কাপ্তানবাজার পোল্ট্রি মার্কেটে নতুন ইজারাদার নিয়োগ দেয়। রবিবার রাতে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মাইকিং করে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর পরদিন থেকেই বাজার মালিক সমিতির নির্দেশে পোল্ট্রি মার্কেটের ব্যবসা কার্যত বন্ধ হয়ে যায় বলে অভিযোগ পাইকারদের।
কাপ্তান বাজার পোল্ট্রি মার্কেটে গিয়ে দেখা গেছে—একসময় জমজমাট এই এলাকায় নেই ক্রেতা–বিক্রেতার হাঁকডাক, দোকানগুলোর শাটার নামানো, চারদিকে নীরবতা। ব্যবসায়ীদের দাবি, নতুন ইজারাদার নিয়োগকে কেন্দ্র করে মালিক সমিতি বাজার বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল জানান, ইজারাদারদের ঐক্য নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। তারা একমত হলেই বাজার পুনরায় চালু করা হবে। মুরগি বিক্রিতে কোনো বাধা দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
বিজ্ঞাপন
তবে বাজারসংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন—এক স্থানীয় রাজনৈতিক নেতা ও বাজার সমিতির শীর্ষ দুই পদধারীর সমন্বিত চাপেই মূলত ব্যবসা বন্ধ রাখা হয়েছে।
ইজারা পাওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, নিয়ম অনুযায়ী দরপত্রে অংশ নিয়ে তারা ইজারা লাভ করেছেন এবং সিটি কর্পোরেশনের ঘোষণাই এর প্রমাণ।








