Logo

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, নিউমার্কেটে তীব্র যানজট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৯
15Shares
ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, নিউমার্কেটে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে বুধবার (৩ ডিসেম্বর) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

এতে মিরপুর সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায় এবং নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা ভোগান্তির মুখোমুখি হন।

সাত কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে অবস্থান নেন। পরে তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন এবং আজিমপুর মোড় ঘুরে ফিরে এসে মূল সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশ জারির ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এই অবরোধের কারণে ঢাকা শহরের ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি মিরপুর সড়ক কার্যত বন্ধ রয়েছে। যানজটের কারণে রিকশা, বাস, প্রাইভেট গাড়ি এবং সাধারণ যাত্রীদের চলাচল বাধাগ্রস্ত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও শিক্ষার্থীরা অবরোধ তুলে না নেওয়ায় যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আরও বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য জরুরি। তাই এই অধ্যাদেশ চূড়ান্তভাবে জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD