Logo

৬ দফা দাবি নিয়ে রাজধানীর রাস্তায় নেমেছে মোবাইল ব্যবসায়ীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৫
21Shares
৬ দফা দাবি নিয়ে রাজধানীর রাস্তায় নেমেছে মোবাইল ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এই আন্দোলনের কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ব্যবসায়ীরা দাবি করেন, নতুন ‘নিয়ন্ত্রিত এনট্রিটি ইনডেক্স রেজিস্ট্রেশন’ (এনইআইআর) বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের অভিযোগ, নতুন নিয়মের মাধ্যমে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং গ্রাহক পর্যায়েও মোবাইলের দাম বাড়বে।

এ আন্দোলনের আগে সকাল থেকেই ব্যবসায়ীরা আমদানি শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। পুলিশ নিরাপত্তা বাড়িয়ে ভবনটির চারপাশ ঘিরে রাখে।

বিজ্ঞাপন

মোবাইল ব্যবসায়ীদের ৬ দফা দাবিগুলো হলো-

১. মোবাইল আমদানির শর্ত হিসেবে স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল করা।

বিজ্ঞাপন

২. ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন মোবাইল ব্যবসায়ীর জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশ নির্ধারণ করা।

৩. বেসরকারি ও স্থানীয় প্রস্তুতকারকদের অর্থায়ন বাতিল করে সরকারের নিজস্ব অর্থায়নে এনইআইআর বাস্তবায়ন।

৪. ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত মোবাইল বিক্রির জন্য শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেওয়া।

বিজ্ঞাপন

৫. এনইআইআর কার্যকর করার আগে গ্রাহক ও বিক্রেতাদের জন্য ডেমো বা টিউটোরিয়াল ভিডিও প্রকাশ এবং ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো।

৬. বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়াটি সহজ ও দ্রুত কার্যকর করা।

বিজ্ঞাপন

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ শনিবার (৬ ডিসেম্বর) অনির্দিষ্টকালের জন্য সারা দেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয়।

আন্দোলনরত ব্যবসায়ীরা জানান, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি নেওয়া হতে পারে।

সড়ক অবরোধের কারণে রাজধানীর আগারগাঁও এলাকা সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের মুখে পড়ে। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টায় নিয়োজিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD