Logo

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পলাতক গৃহকর্মী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:০২
80Shares
মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পলাতক গৃহকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডে একটি বাসায় মা-মেয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, তাদের গৃহকর্মীই এই হত্যাকাণ্ড ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) এবং তার কন্যা নাফিসা বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের ৭ তলা ভবনের ওই বাসায় পৌঁছায়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, নিহতরা ভবনের সপ্তম তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে এসে তিনি স্ত্রী ও কন্যাকে রক্তাক্ত অবস্থায় পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র দুটি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন গৃহকর্মীর নাম আয়েশা। তিনি হত্যার পর পালিয়ে গেছেন এবং পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাকে খুঁজছে।

এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং হত্যাকারীর অবস্থান নির্ধারণে তারা তৎপর রয়েছেন এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD