দুই দিনের ব্যবধানে বাড্ডায় আবারও যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর বাড্ডা এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুরগামী অছিম পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ৩৫ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে চলন্ত বাসটিতে আগুন দেওয়া হয়। হঠাৎ আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, কারা বা কী কারণে বাসে আগুন দিয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় আরেকটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময়ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টানা এমন ঘটনার কারণে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।








