Logo

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৪
7Shares
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রশক্তির নেতারা বিভিন্ন স্লোগান দেন, যেমন—“অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট”, “হাদীর ওপর গুলি কেন?”, “প্রশাসন জবাব চাই”, “এক, দুই, তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড়” ইত্যাদি স্লোগান দেন।।

কর্মসূচির সময় আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালাচ্ছি। আমাদের লক্ষ্য জনদূর্ভোগ সৃষ্টি করা নয়। এটি একটি ন্যায্য ও জনমতমূখী কর্মসূচি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে, যাতে সাধারণ মানুষের অসুবিধা কম হয়।”

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD