Logo

মার্চ ফর ইনসাফ: শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৪:০৮
মার্চ ফর ইনসাফ: শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সফল করতে জড়ো হতে শুরু করেন।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা শাহবাগ এলাকায় এসে অবস্থান নিতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত মানুষের সংখ্যা বাড়তে থাকে।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী-আজাদী’, ‘আমরা সবাই হাদী হবো-যুগে যুগে লড়ে যাবো’, ‘লাল সবুজের পতাকায়-হাদি তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী কয়েকদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি ট্রাকে চড়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ফার্মগেট থেকে শুরু হওয়া মার্চটি শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় সংগঠনের প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান বলেন, আগামী ৭ জানুয়ারি হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের আগ পর্যন্ত “‍মার্চ ফর ইনসাফ” কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে চার দফা দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ইনকিলাব মঞ্চ। এসব আলোচনা থেকেই পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে।

বিজ্ঞাপন

গত ওসমান হাদি ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD