ঢাকায় মিলল নিউইয়র্কের কুইন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নাদের নেহাল রনক, বয়স ৩২ বছর। তিনি নিউইয়র্কের কুইন্স ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
কলাবাগান থানা জানিয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে খবর পেয়ে চতুর্থ তলার একটি ভাড়া বাসার কক্ষে রনকের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্থায়ী ঠিকানা ৯১ নম্বর আরামবাগ। তিনি আজম শিকদার ও সেলিনা আক্তারের ছেলে এবং দুই ভাই-বোনের মধ্যে বড়। পরবর্তীতে তিনি হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটে ভাড়া বাসায় থাকতেন।
বিজ্ঞাপন
কলাবাগান থানার উপ-পরিদর্শক মো. আবু শরীফ জানান, নিহত যুবক কয়েক মাস আগে মা এবং বোনের সঙ্গে দেখা করতে দেশে এসেছিলেন। তার বাবা বর্তমানে নিউইয়র্কে থাকেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রনক পারিবারিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।








