Logo

উত্তরার পর এবার জিগাতলাতেও আবাসিক ভবনে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৬:৫২
উত্তরার পর এবার জিগাতলাতেও আবাসিক ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। উত্তরার ভয়াবহ আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঢাকার জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জিগাতলা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, জিগাতলার বেরিবাঁধ এলাকার একটি চারতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে আগুনের কারণ কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এর আগে একই দিন সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আহমেদ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত ও উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে দুই নারী ও একজন পুরুষসহ মোট ছয়জন প্রাণ হারান। নিহতদের মধ্যে একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭) রয়েছেন।

বিজ্ঞাপন

অন্য নিহতরা হলেন আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সী শিশু রিসান।

একই দিনে রাজধানীর দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD