Logo

উত্তরায় সাততলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪
উত্তরায় সাততলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ জানান, আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।

বিজ্ঞাপন

এই অগ্নিকাণ্ডে জীবিত উদ্ধার করা ১৩ জনকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD