উত্তরায় ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে থাকা বাসিন্দাদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, অগ্নিকাণ্ডে ওই ফ্ল্যাটে অবস্থানরত তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া ধোঁয়া ও আগুনে আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগুনের উৎস ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে সকালে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের আশপাশের মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।








