Logo

ঈদুল ফিতরে নগরজুড়ে তিনদিনের উৎসবের আয়োজন করবে ডিএনসিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৯:২৩
ঈদুল ফিতরে নগরজুড়ে তিনদিনের উৎসবের আয়োজন করবে ডিএনসিসি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীবাসীর জন্য ব্যাপক আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ঈদের দিনে প্রধান জামাত আয়োজনের পাশাপাশি ঈদ আনন্দ মিছিল এবং তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সভায় ঈদ আনন্দ মেলার আয়োজন, নিরাপত্তা, যাতায়াত ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, এবছর পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। একই স্থানে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হবে। এই মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, নাগরিকদের জন্য খাবারের স্টল এবং উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের পণ্যের দোকান বসবে।

বিজ্ঞাপন

ঈদ জামাত শেষে ঈদগাহ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল ঈদ আনন্দ মিছিল বের করা হবে। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে। মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শনার্থীদের জন্য ঈদের ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যবস্থাও থাকবে, যাতে সবাই একসঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন।

বিজ্ঞাপন

ঈদ আনন্দ মিছিলকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করতে এতে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি শতাধিক ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি মিছিলে যুক্ত থাকবে। রঙিন ব্যানার ও ফেস্টুনে সাজানো মিছিল নগরজুড়ে উৎসবের আমেজ তৈরি করবে। এছাড়া মোগল ও সুলতানি আমলের ইতিহাসভিত্তিক পাপেট শোর আয়োজনও থাকছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল–৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এই আয়োজন ঈদের দিনগুলোতে রাজধানীর মানুষের জন্য আনন্দ, সম্প্রীতি ও উৎসবের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD