Logo

বিষাক্ত বাতাসে টানা কয়েক দিন শ্বাস নিচ্ছেন নগরবাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৬
বিষাক্ত বাতাসে টানা কয়েক দিন শ্বাস নিচ্ছেন নগরবাসী
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকায় সাধারণত যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলকভাবে কম থাকে। তবে সে সুযোগেও বায়ুদূষণ থেকে স্বস্তি পায়নি নগরবাসী। বরং ছুটির দিনেও ঢাকার বাতাস রয়ে গেছে ভয়াবহ রকমের দূষিত। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, আজ শুক্রবার সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৫। বায়ুমানের এই সূচক অনুযায়ী ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবারও ঢাকার অবস্থান ছিল তালিকার শীর্ষে, যা ইঙ্গিত দিচ্ছে যে রাজধানীর বাসিন্দারা টানা কয়েক দিন ধরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বাতাসে শ্বাস নিচ্ছেন।

দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং চীনের বাণিজ্যিক নগরী শাংহাই। আইকিউএয়ারের তথ্যমতে, দিল্লির একিউআই স্কোর ২৬০ এবং শাংহাইয়ের স্কোর ২৩৫, যা উভয় শহরের বাতাসকেও গুরুতর অস্বাস্থ্যকর অবস্থায় ফেলেছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী বায়ুমানের স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে একিউআই স্কোরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। একিউআই ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেটিকে ‘বিপজ্জনক’ বা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়। ঢাকার বর্তমান একিউআই স্কোর ২৭৫ হওয়ায় এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে বৃষ্টিপাত না থাকা এবং শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকায় বায়ুদূষণের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। এ সময় বাতাসে থাকা ক্ষতিকর কণাগুলো সহজে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় স্থির অবস্থায় থাকে। ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত রাস্তা খনন, নির্মাণাধীন ভবন থেকে উড়ে আসা ধুলিকণা, নগরীর চারপাশের জেলাগুলোতে অবস্থিত ইটভাটার বিষাক্ত ধোঁয়া এবং ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়াকে দায়ী করা হয়।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে বসবাসের ফলে মানুষের শরীরে মারাত্মক প্রভাব পড়ছে। চিকিৎসকদের মতে, এতে ফুসফুসের সংক্রমণ, হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে, পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ মেয়াদে এই দূষিত বাতাস ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকিও বাড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্তদের জন্য বর্তমান বায়ুদূষণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই উন্নত মানের মাস্ক ব্যবহার করার পাশাপাশি শিশু ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরেই রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD