আড়ংয়ের কাগজের ব্যাগে মূল্য নেওয়া বন্ধে লিগ্যাল নোটিশ

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে কাগজের শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আড়ংয়ের নিয়মিত গ্রাহকরা কেনাকাটার পর প্রতিষ্ঠানের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ ফ্রি পেতেন। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেটে কেনাকাটার সময় দেখা যায়, গ্রাহকদের আর ব্যাগ দেওয়া হচ্ছে না। বরং ওই ব্যাগ কিনতে হচ্ছে অতিরিক্ত অর্থ দিয়ে। আড়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শপিং ব্যাগ আলাদাভাবে বিক্রি হচ্ছে এবং এর অর্থ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে।
বিজ্ঞাপন
তবে নোটিশে অভিযোগ আনা হয়, নিম্নমানের রিসাইকেল কাগজ দিয়ে তৈরি ব্যাগগুলো টেকসই নয় এবং ব্যবহারের অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে যায়। এমন অবস্থায় ক্রেতাদের কাছে ব্যাগের জন্য আলাদা মূল্য নেওয়া জোরপূর্বক আদায়, অনৈতিক ব্যবসায়িক মানসিকতা ও একপ্রকার প্রতারণা হিসেবে বিবেচিত।
অ্যাডভোকেট নিশাত ফারজানা আরও বলেন, গ্রাহকরা যদি সৃজনশীল, টেকসই এবং মানসম্মত ব্যাগ পেতেন, তবে তারা মূল্য দিয়ে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কিন্তু আড়ং শুধু লোগো ছাপানো সাধারণ কাগজের ব্যাগের জন্য টাকা নিচ্ছে, যা গ্রাহকদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করছে। পাশাপাশি নতুন প্রচারণায় আনা Reusable Fabric Bags-ও অত্যন্ত ব্যয়বহুল এবং ছোট সাইজের হওয়ায় তা গ্রাহকদের জন্য বাড়তি বোঝা তৈরি করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আড়ং দেশের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর একটি হওয়া সত্ত্বেও এ ধরনের সিদ্ধান্ত গ্রাহকবান্ধব নয়। এভাবে গ্রাহকদের বাধ্য করে ব্যাগের দাম নেওয়া অস্বচ্ছ ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে পড়ে।
নোটিশে ১০ দিনের মধ্যে কাগজের ব্যাগের জন্য অতিরিক্ত মূল্য নেওয়া বন্ধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।