জাপার মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড চান। অন্যদিকে, আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করে।
এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে মামুনুর রশীদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
উল্লেখ্য, একই মামলায় ১৭ সেপ্টেম্বর প্রধান আসামি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী এবং তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরও আগে ১৫ সেপ্টেম্বর এনায়েত করিমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তিনি ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকা থেকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার হন।
মামলার নথিতে উল্লেখ রয়েছে, এনায়েত করিম বিদেশি একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে গোপন মিশন নিয়ে ঢাকায় এসেছেন বর্তমান সরকার উৎখাতের উদ্দেশ্যে। তার কাছ থেকে জব্দ করা দুইটি আইফোন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে। তদন্তে মামুনুর রশীদের সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে।