Logo

আনিসুল হকের পিএসের ১১৪ অ্যাকাউন্ট জব্দ, লেনদেন ৬৫৩ কোটি টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪৯
59Shares
আনিসুল হকের পিএসের ১১৪ অ্যাকাউন্ট জব্দ, লেনদেন ৬৫৩ কোটি টাকা
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ রয়েছে, এসব অ্যাকাউন্টে অবৈধভাবে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ নির্দেশ দেন।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন এবং তার পিএস হিসেবে প্রভাব খাটিয়ে জামিন বাণিজ্য, নিয়োগ, বদলি ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। এই অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনার পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তদন্তে উঠে এসেছে, তার নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব হিসাবে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবশিষ্ট রয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, তৌফিকা করিম ক্ষমতার অপব্যবহার করে বিদেশে অবৈধ অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এ অপরাধের প্রমাণ পাওয়ায় অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা জরুরি। অন্যথায় অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আদালত বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এসব অ্যাকাউন্ট স্থায়ীভাবে জব্দ রাখার নির্দেশ দিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD