সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
রবিবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাত সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে।
বিজ্ঞাপন
তদন্তে দেখা গেছে, তাদের নামে বিপুল পরিমাণ স্থাবর সম্পদ রয়েছে, যা অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে। তদন্তের স্বার্থে এসব সম্পত্তি ক্রোক করা জরুরি হয়ে পড়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, চট্টগ্রামের নিজাম রোড, পাঁচলাইশ, লালখান বাজার, পূর্ব নাসিরাবাদ ও চট্টেশ্বরী রোড এলাকার একাধিক ফ্ল্যাটসহ আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে (মার্কেট) পরিবার-সংশ্লিষ্ট অংশ, সার্সন রোডের একটি ভবন এবং কালুরঘাট শিল্প এলাকার ছয়টি মার্কেট ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আবারও জামিন পাননি লতিফ সিদ্দিকী
বিজ্ঞাপন
এর আগে গত বছরের ১৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টিরও বেশি বাড়ি, ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দেন আদালত। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংক হিসাব এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।
চলতি বছরের মার্চ মাসে তার ৩৯টি ব্যাংক হিসাব ও ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের পাশাপাশি ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের একটি আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে।