রিমান্ড শুনানিতে দীপু মনির ক্ষোভ: ‘অসুস্থ প্রমাণে কি মরতে হবে?’

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাজধানীর শাহবাগ এলাকার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন দীপু মনি। তিনি অভিযোগ করেন, শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও কারাগারে তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না।
বিজ্ঞাপন
শুনানির এক পর্যায়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু প্রসঙ্গ টেনে তিনি আদালতকে উদ্দেশ করে বলেন, “মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। তাকে চারবার হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার দরকার। আমার সুচিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”
রাষ্ট্রপক্ষ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় ঝুট ব্যবসায়ী মনির হত্যাকাণ্ডের ঘটনায় দীপু মনির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি নিশ্চিত করতে রিমান্ড প্রয়োজন বলে তারা আদালতে যুক্তি তুলে ধরেন।