Logo

আ.লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১৪:০৩
10Shares
আ.লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া ইতিমধ্যেই চলছিল। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। খুব দ্রুতই তারা তদন্ত শেষ করবেন। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আবেদন আগের থেকেই ছিল। যেহেতু সব আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তাই ক্রমান্বয়ে এগুলো সম্পন্ন করা হচ্ছে। আদালতে সাক্ষীদের দেওয়া জবানবন্দি এ ক্ষেত্রে আনুষ্ঠানিক দলিল হিসেবে বিবেচিত হবে এবং তা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গণ্য হবে।”

চিফ প্রসিকিউটর জানান, “এ সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আমরা আশা করি, এই সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হবে।”

দলকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে -এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, “দলকে সরাসরি সাজা দেওয়া সম্ভব নয়, তবে আইনে এটি সংজ্ঞায়িত আছে। দলকে নিষিদ্ধ করা, অন্য কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা প্রদান বা তাদের নেতাকর্মীর ওপর নির্দেশনা জারি করা যেতে পারে। বর্তমানে শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অন্যান্য দলের তদন্ত প্রয়োজনে তা অনুযায়ী নেওয়া হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ অক্টোবর এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটকেও দায়ী করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD