Logo

‘রাষ্ট্রকে সঠিক পথে নিতে ট্রাইব্যুনালের আইন সংশোধন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১৬:৪৬
11Shares
‘রাষ্ট্রকে সঠিক পথে নিতে ট্রাইব্যুনালের আইন সংশোধন’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হলে, তিনি আর কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে মেয়র, চেয়ারম্যানসহ সরকারি কোনো পদেও নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন। এটি আইনে নতুনভাবে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্র যখন একটি পুনর্গঠনের পর্যায়ে থাকে, তখন প্রয়োজন অনুযায়ী আইন পরিবর্তন ও সংশোধন করা স্বাভাবিক প্রক্রিয়া। সরকার রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে শুধু এই আইন নয়, আরও অনেক আইনে সংশোধনী আনছে। সময়ের প্রয়োজনে এই পরিবর্তনগুলো করা হচ্ছে, যাতে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হয়।

বিচার চলাকালে আইন সংশোধন প্রশ্নবিদ্ধ হতে পারে কি না -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ, সংশোধিত আইনটি এখনো প্রয়োগের পর্যায়ে আসেনি। ফলে এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো সুযোগ তৈরি করবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা সুরক্ষিত। তাই এর অধীনে করা সংশোধন বৈধ, ন্যায়বিচারের পরিপন্থি নয় এবং আদালতে চ্যালেঞ্জ করারও সুযোগ নেই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD