অধিক আসামির জামিনে প্রশ্ন, ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

অধিক সংখ্যক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিষয়টি বিচারাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান বিচারপতির কাছে যাদের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, জামিন প্রদানে চাপের অভিযোগ ওঠায় জুলাই-আগস্ট মাসের একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনানিতে বিব্রতবোধ করেছে আপিল বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হাইকোর্টে বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। সেই ধারাবাহিকতায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে তিন বিচারপতির কাছ থেকে।








