Logo

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৮:০৩
11Shares
জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর। এই দিনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাকশতা এড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকরা বিচারকার্য পরিচালনা করেন। এখানেই সংরক্ষিত রয়েছে গুরুত্বপূর্ণ মামলা ও লাখো নথি। সম্প্রতি জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় এটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হিসেবে দেখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদারের জন্য জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশে সকল বহিরাগতকে নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সুপ্রিম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ, শাহবাগ থানার ওসি এবং প্রবেশপথ সংলগ্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্ররা জানান, ১৩ নভেম্বরের রায়ের দিন সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এতে আদালতের আশেপাশের এলাকা এবং জাতীয় ঈদগাহ মাঠে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD