Logo

রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১৩:৪৮
33Shares
রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

রামপুরায় জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ২৮ জনের হত্যাকাণ্ডের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল সোমবার (২৪ নভেম্বর) এই তারিখ নির্ধারণ করেন। শুনানি চলাকালীন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলম ট্রাইব্যুনালে হাজির হন। বাকি দুজন পলাতক থাকায় তাদের পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করেছে।

মামলাটিতে অভিযোগের ধরন মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার বিস্তারিত অনুসারে, নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। ঘটনার পেছনে সংঘটিত হত্যার উদ্দেশ্য এবং পরিকল্পনার বিষয়েও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি, ট্রাইব্যুনাল-২ এ জুলাই মাসে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে।

চানখারপুল এলাকায় শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করা হচ্ছে। আসামিপক্ষের আইনজীবীরা মামলার প্রমাণ ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, রামপুরা হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় যথাযথ বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতার মাধ্যমে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর