হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল বিভাগে যাবে প্রসিকিউশন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তারা চাইছেন কিছু অভিযোগে প্রদত্ত কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রসিকিউশন এই সিদ্ধান্তের কথা জানায়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বিকেলে
প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, একাধিক অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলেও একটি অভিযোগে দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করে এই সাজা মৃত্যুদণ্ডে রূপান্তর নিশ্চিত করতে চাই।
বিজ্ঞাপন
গত ১৭ নভেম্বর, গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই রায়ে তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়। আদালত তাদের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করে তা জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশও দেন।
মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রসিকিউশন জানিয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপি যাচাই ও বিশ্লেষণের পর উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া শুরু হবে, যাতে বিচারপ্রক্রিয়ার সব পর্যায়ে ন্যায়িক প্রয়াস নিশ্চিত করা যায়।








