Logo

শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:৪৩
28Shares
শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না
আইনজীবী জেড আই খান পান্না | ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রখ্যাত আইনজীবী জেড আই খান পান্না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় জেড আই খান পান্না বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাষ্ট্র কর্তৃক তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক চিঠি এখনও তিনি পাননি। চিঠি হাতে পেলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন।

এ ছাড়া জেড আই খান পান্না তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে চলমান মামলার কথা উল্লেখ করে বলেন, তিনি সেই মামলায় ফজলুর রহমানের পক্ষে লড়াই করবেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষেও আইনি লড়াই করার ঘোষণা দেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD