Logo

আসাদুজ্জামানের ৪ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৫
17Shares
আসাদুজ্জামানের ৪ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ
আসাদুজ্জামান খান কামাল | ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ১৭৭ শতাংশ জমি এবং দুটি গাড়ি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। ক্রোককৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনের শুনানিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান অবৈধ উপায়ে ১৬ কোটি ৪১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তার ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৫ কোটি ৯২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়েও মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আদালতে জানান, আসামি এই সম্পদ বিক্রি, হস্তান্তর বা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং রাষ্ট্রের ক্ষতি প্রতিরোধের জন্য তার অপরাধলব্ধ সম্পদ ক্রোক করা অপরিহার্য।

আদালতের ক্রোক আদেশ অনুযায়ী, এই সম্পত্তি ছাড়া আসাদুজ্জামান খানের কাছে আর আইনসঙ্গতভাবে তা ব্যবহারের সুযোগ থাকবে না। এতে বিচার প্রক্রিয়ার সময় রাষ্ট্রের স্বার্থ রক্ষার আশ্বাস মিলেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD